চলুন একসাথে একটি পরিবর্তন আনি

...

হাদিস দ্বারা প্রমাণিত, গাছ লাগানো একটি মহান সাদাকায়ে জারিয়া। যতদিন সেই গাছ জীবিত থাকবে, ততদিন এর ছায়া, ফুল, ফল কিংবা অন্যান্য উপকারিতা থেকে মানুষ, পশুপাখি ও অন্যান্য প্রাণী উপকৃত হবে। প্রতিটি উপকারভোগীর জন্য রোপণকারীর আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি যদি রোপণকারী মৃত্যুবরণও করেন, তবুও সওয়াব অব্যাহত থাকবে

দান করুন
...

নবদ্বীপ ফাউন্ডেশনের অন্যতম নিয়মিত কর্মসূচি হলো ইফতার ও রমাদান ফুড বিতরণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত সিয়াম পালনকারীরা যেন রমাদান মাসে নির্বিঘ্নে রোজা পালন ও ইবাদত-বন্দেগীতে মনোনিবেশ করতে পারেন, সেই লক্ষ্যে ফাউন্ডেশন নিয়মিতভাবে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকে।

দান করুন
...

নবদ্বীপ ফাউন্ডেশন নির্দিষ্ট কোনো খাতে দেওয়া দান সে খাতেই ব্যয় করে, সাধারণ তহবিলের অর্থ ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যাণমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে। এছাড়াও, এই তহবিল নবদ্বীপ ফাউন্ডেশনের দীনি শিক্ষা ও মানবসেবামূলক সকল উদ্যোগ পরিচালনার জন্য ব্যবহৃত হয়, যাতে সমাজের কল্যাণে সর্বোচ্চ সুফল নিশ্চিত করা যায়।

দান করুন