যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত
শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। [সূরা বাকার: আয়াত ২৬১]
যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। [সহীহ বুখারী: হাদীস ৪৫০; সহীহ মুসলিম: হাদীস
৫৩৩]